ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শতাব্দী প্রাচীন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক ও খ গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ও বিশ্ব সাহিত্যকেন্দ্রের সংগঠক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, সিনিয়র শিক্ষক রাবেয়া খানম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন ও সাবিনা ইয়াসমিন।