বৃপস্পতিবার(১১ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক ঘোষিত প্রতিবন্ধি,বয়স্ক ও বিধবা ভাতা প্রদান বিষয়ক এক সভা পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, নির্বাহী প্রধান মোঃ রফিকুল হাসানসহ ওয়ার্ড কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।
বক্তব্যে মেয়র আনিছুর রহমান বলেন,স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে নানা পদক্ষেপে গ্রহণ করলেও রাজনৈতিক জটিলতায় তা বার বার বাধাগ্রস্থ হয়েছে।আওয়ামীলীগ সরকার সেই বাধা অতিক্রম করে আমুল পরিবর্তনের পথেই হাটছে।
তিনি বলেন,স্বাধীনতার ৫০ বছর পার হওয়াতে সিনিয়র নাগরিকের বয়স বৃদ্ধি, সামাজিক দৈন্যতা, নারীর প্রতি সহিংসতা, প্রয়োজনীয় দক্ষ জনগোষ্ঠী গড়ে না ওঠাসহ বিভিন্ন কারনে বিধবা আর বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় ভাতা গ্রহণকারীর সংখ্যাও পরিবর্তিত হচ্ছে। দারিদ্রের অবিচার থেকে মুক্ত ভবিষ্যৎ এবং নিরাপদ জীবন গড়তে আওয়ামীলীগ সরকারের নানা পদক্ষেপের মধ্যে সামাজিক সুরক্ষা কর্মসূচি অন্যতম ভুমিকা রাখছে।
আমরা দেশের নাগরিক হিসেবে সবাইকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাবার আমরা স্বপ্ন দেখি। তাই বর্তমানে সরকারের গৃহিত সমাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বয়স্ক নারী পুরুষের সুরক্ষায় বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা,বিধবা ও স্বামী পরিত্যাক্ত দুঃস্থ মহিলাদের জন্য ভাতার ব্যবস্হা করেছেন।
তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘আমার জীবনের একমাত্র কামনা, বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়।জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনা কঠোর পরিশ্রম করেছেন প্রতিনিয়ত।