উপমহাদেশের মহীয়সী নারী নবাব ফয়জুন্নেসা স্মৃতি বিজড়িত নবাব বাড়িতে দক্ষিণ কুমিল্লার জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আমরা বইপ্রেমী সংগঠনের “চিত্রপট” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে৷
আজ (১২ আগষ্ট ২০২২ ইং) রোজ শুক্রবার বিকেলে আমরা বইপ্রেমী সংগঠনের সদস্য সচিব ইসরাত জাহান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক আরফিন শিমুল, কিরণ আহমেদ, কবি মাইনুল ইসলাম রাসেল, আব্দুল আওয়াল, আকলিমা আক্তার,সাংবাদিক সেলিম চৌধুরী হিরা, দেওয়ান মাজহারুল ইসলাম৷
সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক, মাহমুদুল হাসান নাসিম, সুজন মজুমদার, মুহাম্মদ লোকমান হোসেন শিশির, তরিকুল ইসলাম রানা, সদস্য শাহাদাৎ হোসেন, রাকিবুল হাসান রিদয়, মনোয়ার হোসেন শিবলু, নাদিয়া জান, নাহিদা জান, আইমুন নাহার অনু, মাহি ইসলাম, তাসলিমা আক্তার, রাজিয়া সুলতানা, রিপাত হোসেন রনি, মিতু, ফাতেমা আক্তার, সৃতি আক্তার, কারুন নাহার বুশরা, ফখরুল ইসলাম, সাবিহা, ফারজানা, ফারিয়া, সুমনা, মুনতাসিম বিল্লাহ্ প্রমুখ৷