1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এফবিসিসিআই কর্তৃক দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

এফবিসিসিআই কর্তৃক দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১২৩ বার

এফবিসিসিআই এর আদেশে নির্বাচন বাতিল হওয়ায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। এই আদেশ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে চেম্বারে প্রশাসক নিয়োগ দিয়ে নতুন তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন তারা।

১৩ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উক্ত দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বয়োজ্যৈষ্ট সদস্য বিশ্বনাথ আগরওয়ালা। বক্তব্যে তিনি জানান, দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। করোনার প্রভাব, অর্থনৈতিক মন্দা, ব্যবসায় অচলাবস্থা, অধিকাংশ ব্যবসায়ী ঋণগ্রস্থ ও নানা সমস্যার বেড়াজালে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। অথচ দিনাজপুর চেম্বার নিস্ক্রিয়।

তিনি আরও জানান, দিনাজপুর চেম্বারের সদস্য ও ভোটার করার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। সময়মত ভোটার তালিকা প্রকাশ না করা, ভোটার ও সদস্য করার জন্য যে সকল প্রমাণাদি প্রয়োজন চেম্বার তা গ্রহণ না করে অব্যবসায়ীদের ভোটার করেন। এরপর গত ২০২১ সালের ৩০ জুন এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ থাকা সত্ত্বেও নির্বাচন পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করেন নাই আগের কমিটি। এরকম চলতে থাকলে চেম্বারের নির্বাচন সংক্রান্ত সকল অনিয়ম উল্লেখ করে এফবিসিসিআই এর আর্বিট্রেশন ট্রাইবু্যনালে অভিযোগ দায়ের করি।

অভিযোগের প্রেক্ষিতে ট্রাইবু্যনাল এক শুনানীতে ৬ মাসের অতিরিক্ত সময় নিয়েও অভিযোগের সদুত্তর জমা দিতে পারেন নাই সেই কমিটি। এতে ট্রাইবু্যনাল দিনাজপুর চেম্বারের অনিয়মগুলো পর্যালোচনা করে ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচন বাতিল করেন। ট্রাইবু্যনালের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন চেম্বারের বর্তমান সভাপতি। হাইকোর্ট শুনানী শেষে রুল জারী করে স্ট্যাটাস কু্ আদেশ প্রদান করেন বলে জানান সংবাদ সম্মেলনে।
বিশ্বনাথ আগরওয়ালা লিখিত বক্তব্যে আরও জানান, হাইকোর্টের আদেশের বিরম্নদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করি। শুনানী শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রীম কোর্টের ফুল বেঞ্চ। এমতাবস্থায় হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এফবিসিসিআই এর আদেশে নির্বাচন বাতিল হওয়ায় এখন দিনাজপুর চেম্বারের নির্বাহী কমিটি বিলুপ্ত হয়েছে। তাই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে আদেশ মোতাবেক অতিসত্ত্বর প্রশাসক নিয়োগ দিয়ে নতুন তফশীল ঘোষা করে ৫ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য পরিচালক, বাণিজ্য সংগঠন ও দিনাজপুর জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. রেজাউল ইসলাম, নুরম্নল মঈন মিনু, রফিকুল ইসলাম সোনা, তায়েফ বিন শরীফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম