চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে ৭ হাজার পিস
ইয়াবাসহ ৪জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
থানা মামলা দায়ের করা হয়।
গতকাল ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভাস্থ
সিঙ্গার শো-রুমের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ
সময় চট্টগ্রাম অভিমুখী নোহা (ঢাকা মেট্টো-চ-৫৩-৫৩৫৪) গাড়ীতে অভিযান
চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় রাখা অবস্থায় ৭ হাজার পিস ইয়াবাসহ
কক্সবাজার সদরের জিলংঝার মো. ইলিয়াছের ছেলে মো. মেহেদী হাসান (২৪),
মহেষখালীর নোনাছড়ির মৃত কবির আহম্মেদর ছেলে আবু তালেব (৩২), পেকুয়ার মনু
মিয়ার ছেলে আবদুর রশীদ (২৬), কক্সবাজার রামুর মাহবুবুল আলমের ছেলে নুরুল
আজিম (২৮) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করে আসামীদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে
জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।