এটিএসআই আমিনুল ইসলাম এর গাফলতির কারণে
আবারও নরসিংদী সদর কোর্ট হাজত খানা হতে জেলা কারাগার আসামী নেয়ার সময় মোঃ সাইফুল ইসলাম (২০) নামে আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৬ টার সময় হাজতখানা থেকে পুলিশ ভ্যানে উঠানোর সময় আসামি দৌড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন নরসিংদী সদর কোর্ট ইন্সপেক্টর। তিনি বলেন, অনেক খোজা খুজি করেও পলাতক আসামীকে পাওয়া যায়নি। বর্তমানে আসামীকে খোজা খুজি অব্যহত আছে। বিষয়টি অবগতির জন্য আমরা পুলিশ সুপার জেলা বিশেষ শাখা নরসিংদী বরাবর প্রতিবেদন দাখিল করিয়াছি।
পালাতক আসামি হলেন নরসিংদী জেলার মাধবদী থানার টাটাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোঃ সাইফুল ইসলাম।
এর আগে গত বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী সদর কোর্ট হাজত খানা হতে জেলা কারাগার নরসিংদীতে আসামী আনা নেয়ার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত নরসিংদী জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় শাহ আলম (২৪) মিয়া নামে এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়েছিল।
গত বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা কারাগারের উপসহকারী জেলার রিজিয়া পারভিন।