মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়টি খাবার হোটেল ও তিনটি বেকারীকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান শনিবার বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মীরসরাই উপজেলার বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে এ অভিযান চালান।
অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নয়টি খাবার হোটেল ও তিনটি বেকারীকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানায়, খাবার হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র, মূল্য তালিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপজেলার বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে ৯টি খাবার হোটেল ও ৩টি বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র, মুল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশের জন্য মীরসরাই পেট্রল পাম্প সংলগ্ন মক্কা হোটেল ১ হাজার, বড়তাকিয়া বাজারে সুর্য বণিক মিষ্টি ভান্ডার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার, মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার, তাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউজকে ১ হাজার, জম জম হোটেল এন্ড রেস্টুরেন্ট ১ হাজার, আবুতোরাব বাজারে নিউ শহীদ বেকারীকে ৫ হাজার
বারবি কিউ রেস্টুরেন্টকে ১ হাজার, নিউ মদিনা হোটেলকে ২ হাজার, রয়েল বাইট রেস্টুরেন্টকে ৫শত, ইরানী কাবাব রেস্টুরেন্টকে ১ হাজার,
ইসপা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৫ হাজার ও গনি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান আরও বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।