বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক রামগড় মহকুমা প্রশাসকের (এসডিও) বাংলো, মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ সংক্রান্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সীমান্ত অধিশাখা) মো. ফিরোজ উদ্দিন খলিফা অন্যান্য সদস্যদের নিয়ে মঙ্গলবার দুপুরে রামগড় অফিসটিলাস্থ ঐতিহাসিক এসডিও বাংলো, বিজিবি স্মৃতিস্তম্ভ, উপজেলা মডেল মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। কমিটির অন্য সদস্যরা হলো বিজিবি মহাপরিচালক এর প্রতিনিধি লে: কর্ণেল আনোয়ারুল মাযহার এবং জেলা প্রশাসক খাগড়াছড়ির প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মোঃ আলিমউল্লাহ।
উল্লেখ্য, বিজিবি রামগড় ব্যাটালিয়ন গত ২ আগস্ট ২০২২ এ উপজেলা পরিষদ খতিয়ানভুক্ত ও জেলা প্রশাসকের নামীয় খাস জমিতে বিদ্যমান রামগড় মহকুমা প্রশাসক এর (এসডিও) বাংলো, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে অবৈধভাবে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ কাজ শেষ করে মর্মে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পর বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।