নীলফামারীর সৈয়দপুরে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তিসহ দেশব্যাপী চলমান গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) রাত ৮টায় উপজেলা বিএনপি এ দোয়া মোনাজাতের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন,যুগ্ন আহবায়ক সামসুল আলম, জিয়াউল হক জিয়া, শওকত হায়াৎ শাহ, আলহাজ্ব রশিদুল হক সরকার, উপজেলা বিএনপি আহবায়ক ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক তারিক আজিজ, ছাএদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, মুহিত চৌধুরী, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।