কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আহত আনোয়ারুল আজম খোকন (৪২) ইসলামপুর শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমানের ছেলে।
গত শনিবার রাত সাড়ে ১২ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ের ঈদগাঁও উপজেলার ইসলামপুর চাক্কার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে , রাতে ব্যবসায়িক কাজ সেরে বটতলী অফিস থেকে বাড়িতে যাওয়ার পথে ঢাকাগামী স্টার লাইনের একটি বাস মোটর সাইকেল আরোহী আনোয়ারুল আজম খোকনকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাও ক্লিনিকে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আঘাত মারাত্মক হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করা হয়েছে।