1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে- রেবেকা সুলতানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে- রেবেকা সুলতানা

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১৪ বার

সোমবার(২২ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ বিষয়ক ইন হাউজ ট্রেনিং এর আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,শ্রীপুর। এক দিনের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা,বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে রেবেকা সুলতানা বলেন,শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।

তিনি আরো বলেন,শিক্ষকের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে কাঙ্খিত মান অনুযায়ী সঞ্চারিত করা খুব সহজ কথা নয়। এজন্য শিক্ষককে যেমন দায়িত্ব সচেতন হ’তে হবে তেমনি শিক্ষার্থীদেরও শিক্ষাগ্রহণে যথাসম্ভব আগ্রহী করে তুলতে হবে। যেসব শিক্ষার্থী নিজের বিদ্যাবুদ্ধির উত্তরোত্তর উন্নতি ঘটাতে আপনা থেকেই প্রয়াসী তাদের মেধা দ্রুতই বিকশিত হয়। কিন্তু যাদের মাঝে শিক্ষাগ্রহণে অনাগ্রহ পরিলক্ষিত হয় তাদের মাঝে প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। তাই শিক্ষককে তার নিজের মৌলিক দায়িত্ব ও কর্তব্য যেমন জানা দরকার, তেমনি শিক্ষার্থীদের মাঝে পাঠদানের ফলপ্রসূ পদ্ধতিও জানা দরকার বলে মনে করি।

শ্রীপর সরকারি পাইরট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত একদিনের ইন হাউজ ট্রেনিং এ উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হাজী আঃ কাদের উচ্চ বিদ্যালয় ও খোজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহন করেন। একদিনের ট্রেনিংএ ডিটিসি- গাজীপুর লুৎফর রহমান প্রশিক্ষক হিসেবে উপস্হিত থেকে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নানা বিষয়ে ট্রেনিং দেন।এতে সমন্বয়করি ছিলেন পারভীন ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম