নরসিংদী জেলায় কর্মরত দুস্থ, অসহায়, অহেলিত, অসচ্ছল, দুর্ঘটনায় আহত ও মৃত সাংবাদিক এবং অনেক সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদানের চেক বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, শ্যামল চন্দ্র বসাক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ, মাখন দাস, বদরুল আমিন চৌধুরী, বেনজির আহমেদ বেনু, সফিকুল ইসলাম রিপন, বিশ্বনাথ পাল, হ্নদয় এস সরকার, , সহ আরো অনেকে।
যারা আর্থিক অনুদানের চেক পেয়েছেন, তারা হলো যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার, চ্যানেল আই জেলা প্রতিনিধি সুমন রায়, প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসের এর ছেলে মারুফ হোসেন প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম এর স্রী,মিনা সাধন সাহা , সাংবাদিক কামরুল ইসলাম কামাল, অজয় সাহা, মজিবর রহমান, নিবারণ রায়, রাসেল, সরকার আদম আলী ছেলে মিঠু,সহ মোট তেরজন। প্রধান অতিথি বলেন প্রধান মন্ত্রি শেখ হাসিনা সব সময়ই সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে, আজ নরসিংদীর দুঃস্থ অসহায়, মৃত সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতবন করা হচ্ছে। এটা প্রধান মন্ত্রির সাংবাদিকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, সাংবাদিকরা সমাজের দর্পন তাই দেশের কল্যাণে সংবাদ কর্মিরা কাজ করে যাবে বলে আমার দৃঢ বিশ্বাস, তিনি সাংবাদিকদের উদ্যোশ্যে বলেন আপনাদের যেন প্রয়োজনে আমার সাথে কথা বলবেন আমি আপনাদের সুখ দুঃখে সাথী চাই।