সাবেত আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় নতুন করে আরো ৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর
মধ্যে পুলিশ সদস্য ৩ জন।
সোমবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য
নিশ্চিত করে বলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া, উরফি ও দূর্গাপুর
ইউনিয়ন থেকে ৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে, এরা
প্রত্যেকেই নারায়নগঞ্জ থেকে এসেছে। এছাড়া মুকসুদপুর থানার আরো ৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো দশে। এর আগে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রী দুথজনসহ এক যুবক এবং মুকসুদপুর থানা পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়। কাশিয়ানীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান বলেন, করোনা আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এর মধ্যে গোলবাড়ি ১০, চন্দ্রদিঘলিয়া ৭, উরফি ৪ বাড়ি
সহ এক যুবকের শশুর বাড়ি দক্ষিণ গোবরা এলাকা লকডাউন ঘোষণা করা
হয়। অন্যদিকে, মুকসুদপুর থানার সকল পযার্য়ের কর্মকর্তাসহ সদস্যদের
হোম কোয়ারেন্টেইনে রেখে নতুন টিম নিয়ে থানার কার্যক্রম
চালানো হচ্ছে।