1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আ’লীগ বিএনপি সংঘর্ষে আহত ১০, সাতটি মটরসাইকেল ভস্মিভূত, ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

মাগুরায় আ’লীগ বিএনপি সংঘর্ষে আহত ১০, সাতটি মটরসাইকেল ভস্মিভূত, ভাংচুর

মোঃ সাইফুল্লাহ ; -
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার

মাগুরা শহরের ভায়না এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ২৭ আগস্ট শনিবার বিকেলে ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষের সময় স্থানীয় এক সাংবাদিকের মটরসাইকেলসহ বিএনপি নেতাকর্মীদের ৭টি মটরসাইকেলে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। বিএনপির ভায়না এলাকার অস্থায়ী দলীয় কার্যালয়সহ ৪টি দোকানে হামলা ও ভাংচুর করা হয়েছে।
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা বিএনপি’র আয়োজনে বিকাল তিনটায় শহরের সদর উপজেলা পরিষদের সামনে বিএনপি’র ভায়না অস্থায়ী অফিস এলাকায় বিক্ষোভ সমাবেশ চলছিল। সমাবেশে বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের বক্তব্য চলাকালিন ভায়না মোড় থেকে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের সময় ১০/১২ টি বোমার বিস্ফোরণ ঘটে। প্রকাশ্যে আগ্নেয় ও দেশীয় অস্ত্র প্রদর্শন করা হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। পুড়ে যাওয়া মটরসাইকেল গুলো পুলিশ উদ্ধার করেছে।

সমাবেশে উপস্থিত বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি নিতাই রায় চৌধরী ফোনে অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ন সমাবেশে পরিকল্পিত ভাবে পুলিশের উপস্থিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বোমা মেরে সশস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিএনপি’র নেতাকর্মীদের সাতটি মটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দলীয় অফিসে ভাংচুর করেছে। এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত পূর্বক সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি করেন তিনি।
উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপের কারণে একজন এসআই, দুই কনেস্টেবল, এবং ইভান,অন্তর ও আমিন নামে ৩ ছাত্রলীগ কর্মী এবং ৯ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন এবং মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তিতাস এবং সদর উপজেলা যুবদলের আহবায়ক কুতুবউদ্দিন রানাকে আটক করেছে বলে জানা গেছে।

জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান জানান, ইটখোলার শোক দিবসের মিটিং শেষে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মটরসাইকেল র‌্যালী নিয়ে শহরে ফিরছিল। এ সময় ভায়না এলাকায় অনুষ্টিত বিএনপির অফিস থেকে র‌্যালীতে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে মারামারী হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউল্লাহ জানান, ছাত্রদল এবং ছাত্রলীগের দুইটা গ্রুপ দুই দিক থেকে মিছিল করতে করতে এসে ধাওয়া পাল্টা ধাওয়া করে পুলিশ মাঝখানে থেকে ব্যবস্থা নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম