1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ী-ঘর প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, এলাকা ১৪৪ ধারা জারি। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

খাগড়াছড়ি রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ী-ঘর প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, এলাকা ১৪৪ ধারা জারি।

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১২২ বার

খাগড়াছড়ির রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২৮ আগস্ট রবিবার সন্ধা ৭টায় এই হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ভূইয়া দ্রব্যমুল্যবৃদ্ধি,ভোলায় সেচ্ছাসেবক দলের নেতাকর্মী খুন, মানিকছড়ি,দীঘিনালা উপজেলা বিএনপি কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগড় বিএনপির কর্মসুচী প্রস্তুতি চলছে।

আওয়ামীলীগের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ইটপাটকেল ছুড়ে ঘরের দরজা-জানালার কাচ ভাংচুর করে।পরে বাসার ভিতরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে প্রায়পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে।

অন্যদিকে পৌনে সাড়েটায় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের বাসা ও শাহীন লাইব্রেরীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ দিকে রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ী, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় স্থানীয় জনগণ আতংকে রয়েছেন।

অন্যদিকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় আজ ২৯ আগস্ট ২০২২ তারিখ সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০ টা পর্যন্ত রামগড় পৌরসভার মাষ্টার পাড়া(সিনেমা হল) হতে রামগড় পৌরভবন পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় বিধান মোতাবেক আদেশ জারি করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ ইখতেয়ার উদ্দীন আরাফাত।

একইস্থানে জাতীয়তা বাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসুচী হিসাবে রামগড় বিএনপি সভা করা অনুমতি প্রার্থনা করেন ঠিক তেমনি রামগড় ছাত্রলীগ ১৫ আগস্ট শোক সভা করা অনুমতি চান।

২৮ আগস্ট সন্ধা বিছিন্ন কিছু ঘটনা ও আজ ২৯ আগষ্ট একই স্থানে দুই দলে সভা আহবান করায় উক্ত সভার স্থলের আশপাশ জন সাধারণ ক্ষতি সাধন হতে পারে মর্মে।

২৯আগস্ট ২০২২ তারিখ সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০ টা পর্যন্ত রামগড় পৌরসভার মাষ্টার পাড়া(সিনেমা হল) হতে রামগড় পৌরভবন পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় বিধান মোতাবেক আদেশ জারি করা হয়েছে।
উক্ত এলাকায় ৪জনের বেশি লোক একত্রিত হতে পারবেনা, অনুমতিবিহীন কোন প্রকার সভা সমাবেশ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম