মোঃ দলিল উদ্দিন নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের চর নারান্দী গ্রামের কফিল উদ্দিন (৭০) নামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান। ডাক্তার রাশেদুল হাসান জানান ১১ ই এপ্রিল কফিল উদ্দিন (৭০) শরীরে জ্বর নিয়ে হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার তার রিপোর্ট আসে তিনি করোনাভাইরাস এ পজেটিভ। রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এবং পুরো গ্রামটিকেই উপজেলা প্রশাসন লকডাউন করে দিয়েছেন। আক্রান্ত কফিল উদ্দিন এর চিকিৎসা বাড়িতেই দেয়া হবে। তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন এ পর্যন্ত 22 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১২জনের রিপোর্ট আসে নেগেটিভ ও একজনের করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হাসান নরসিংদীর সংবাদকে বলেন কফিল উদ্দিন (৭০) করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং পুরো গ্রামটিকেই লক ডাউন করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আপনারা আতঙ্কিত না হয়ে যার যার ঘরে অবস্থান করুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন হোন, সরকারের নির্দেশ গুলো মেনে চলুন।