বুধবার(৩১ আগস্ট) গাজীপুরের শ্রীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার দমদমা এলাকায় পারুলী বিল ও ২৫ টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাত হতে রুই-জাতীয় (রুই,-কাতল-মৃগেল-কালিবাউস) মাছের ৩১৭ কেজি পোনা সরকারি ভাবে অবমুক্তকরণ করা হয়।অবমুক্তকরণ অনুষ্টানে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন উপ-পরিচালক,ঢাকা বিভাগ, মোঃ জিল্লুর রহমান (উপ-পরিচালক ফিল্ড সার্ভিস মৎস্য অধিদপ্তর বাংলাদেশ), উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা কায়সার মুহাম্মদ মঈনুল হাসান,উপজেলা চেয়ারম্যান আলহাজ এডঃ মোঃ সামছুল আলম প্রধান। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, সহকারী মৎস্য কর্মকর্তা, স্থানীয় নেতৃত্ব ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।