চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি সেবা সহজিকরণের লক্ষ্যে গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদে উন্মুক্ত গণশুনানির আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধান/উপযুক্ত প্রতিনিধিগণের উপস্থিতিতে সেবাগ্রহীতারা এতে নানাবিধ সমস্যা তুলে ধরেন। উপস্থাপিত বেশকিছু সংখ্যক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। অবশিষ্ট সমস্যা/অভিযোগসমূহ রেজিস্ট্রারভুক্ত করা হয়েছে, যা আগামী ২ সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খালেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা অংশ নেন।
গণশুনানি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও পরিষদ সদস্যগণ।