রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর :
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রার্দূভাবের ফলে ক্ষতিগ্রস্থ্য অসহায় মানুষদের মাঝে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুরের উদ্দ্যোগে আজ সকালে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে সংগঠনের সদস্যসহ শহরের বিভিন্ন এলাকার অসহায় মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের শতাধিক মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্য্যক্রমে উদ্ভোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসীবাচ্চু, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সা:সম্পাদক গোলাম নবী দুলাল।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,ডিবিসি টিভির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান,ইন্ডিপেন্ডেন্ট টিভির দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দিন আহম্মেদ,এশিয়ান টিভির দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল,মাইটিভির প্রতিনিধি মুকুল চট্টোপ্যাধায়, আমাদের সময় প্রতিনিধি রতন সিং,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপিত জিন্নাত হোসেন, টিসিএ‘র দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মনজিদ আলম শিমুল,সহ:সা:সম্পাদক আরমান হোসেন,মামুনুর রশিদ মামুন,সাব্বির হোসেনসহ অন্যান্য সদস্যরা।