বালিয়াডাঙ্গী উপজেলায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন– বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
বালিয়াডাঙ্গী উপজেলায় ২টি ডিলারের মাধ্যমে ২টি পয়ন্টে , বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা পরিষদের পশ্চিম গেট সংলগ্ন পান্না চেয়ারম্যানের মার্কেট, এবং ডাংগীবাজার বেগম মার্কেট থেকে চাল ক্রয় করা যাবে। ৩ মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজি দরে প্রয়োজনমত প্রতিদিন ৫ কেজি করে (শুক্রবার ও শনিবার ব্যতীত) চাল নিতে পারবেন।
এছাড়া টি সি বি (TCB ) কার্ডধারী ব্যক্তিগণ মাসে ২ বার এই কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। ওএমএস (OMS) কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন — বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল রায় , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিরুল ইসলাম সুমন, সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।