সরকার জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। কিন্তু সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারায় এখনো আপত্তি প্রত্যাহার করেনি সরকার। জাতিসংঘ সিডও কমিটির কাছে সরকারের জমা দেওয়া প্রতিবেদনে আপত্তি প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন, বিবেচনাধীন বললেও অষ্টম প্রতিবেদন থেকে এ ধরনের কথাও বাদ দিয়েছে। ঘুরিয়ে–ফিরিয়ে বলছে এসব পরিবর্তন গ্রহণে সরকার এখনো প্রস্তুত নয়।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজবাড়ী বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘জাতিসংঘ সিডও কমিটির সমাপনী মন্তব্য (২০১৬): বাস্তবায়ন পর্যালোচনা’বিষয়ক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তরা তাঁরা বলেন, সিডও সনদের পূর্ণ অনুমোদন না দেওয়ায় সংবিধানে নারী–পুরুষে যে সমতার কথা বলা হয়েছে, তা–ও কার্যকর হচ্ছে না।এ সময় সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক জনাব আবু কাউসার খান।
শায়লা তাবাসুম নেওয়াজ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সহ মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার কেন্দ্রীয় নেতাদেবাহুতি চক্রবর্তি সহ অন্যনারা।