চুরি- ডাকাতি ও অপহরণ মামলায় ২জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো ট্রাক চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ড্রাইভারের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয় (১৯) আরেকজন জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের ছুট্টু সওদাগর বাড়ির মৃত এয়াছিনের ছেলে মোঃ আমজাদ হোসেন প্রকাশ পিচ্ছি রানা (২২)।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএনজি, মোটরসাইকেল, আইফোন সহ কয়েকটি ডাকাতি চুরি ও অপহরণ মামলা রয়েছে বলে জানা যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।