✍ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দ্বিতীয় দিনের মতো সিলেটে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ কর্মসূচি অব্যাহত রাখল জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঙ্গলবার সিলেটের ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মাঝে এই পিপিই পৌঁছে দেয়া হয়।
পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী।
করোনাভাইস সংক্রামণ থেকে দেশবাসীকে রক্ষা করতে এখনই সকলের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে, না হয় চরম পরিনিতি দেখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বলে আহবান জানান খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী ।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন, সেই আহবানে সাড়া দিয়ে আমাদের ফাউন্ডেশন সারাদেশে সাধ্যমত সর্বসাধারণের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে।
সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ ফেরদৌস হাসান, সহকারী পরিচালক ডাঃ হিমাংশু শেখর এবং অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভূইয়া।
এসময় ড্যাব ও জেডআরএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড্যাব এসওএমসি সভাপতি ডাঃ শামিমুর রহমান, ড্যাব সিলেট জেলা সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার সহ-সভাপতি ডাঃ আব্দুল হাফিজ, কোষাধক্ষ্য অধ্যাপক ডাঃ তুহুর আবদুল্লাহ চৌধুরী, সদস্য অধ্যাপক ডাঃ শাখাওয়াত হোসেন চৌধুরী, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ আফজাল আহমদ।