পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত পাহাড়ের একমাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও কেন্দ্রীয় পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পিসিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নির্বাচনী প্রধান কমিশনার বান্দরবান আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম এর সভাপতিত্বে ও নবকমিটির মহাসচিব মো. আলমগীর কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
নতুনকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরুতে কাজী মজিবর রহমানকে চেয়ারম্যান ও মো. আলমগীর কবিরকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল কালাম।
সভায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন সংগঠনটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও দাবীসমূহ এবং পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবীতে ৭ দফা দাবী সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ মো. আবু তাহের, শেখ আহমেদ রাজু, এ্যাডভোকেট আলম খাঁন, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোলায়মান, মো. আবদুল মজিদ, মো. আনিসুজ্জামান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।