শুভ মহালয়া ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ কর্তৃক সারা বাংলাদেশে একযোগে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তারই নিরিখে সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই এর উদ্যেগে শাস্ত্রীয় বৃত্তি পরীক্ষা (হিন্দু ধর্ম ও নৈতিক পাঠ্যবই এবং গীতা ও শ্রী শ্রী চন্ডী) মীরসরাইতে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টম্বর) মীরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়, জে.বি উচ্চ বিদ্যালয় (জোরারগঞ্জ), মিঠাছরা উচ্চ বিদ্যালয়, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের ৬ টি কেন্দ্রে সর্বমোট প্রায় ২৫০০ জন
শিক্ষার্থী অংশগ্রহনে উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, মীরসরাই পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জহরলাল নাথ অভি, মীরসরাই পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল শীল, মীরসরাই জ্যোতিশ্বর গীতা সংঘের সভাপতি শংকর শর্মা, স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন টিম এর সভাপতি শিমুল ভৌমিক সহ প্রমুখ।