জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে গ্রামের খেটে খাওয়া মানুষ গুলোর কষ্ট ক্রমান্যয়ে বাড়ছে। তাদের কষ্ট লাগব করতে সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।
তেমনি গত শনিবার থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘জাগ্রত দ্বীপ হাতিয়া’ নামে অনলাইন ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, সংগঠনের ২২জন এডমিন রয়েছেন ,তাদের মধ্যে কেউ বিদেশে কেউ দেশে বিভিন্ন জায়গায় চাকুরি করেন। তারা প্রতি বছর শীত বস্ত্র, ঈদ সামগ্রী, ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। তারি ধারাবাহিকতায় করোনা ভাইরাসের মত মহামারীতে সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে নিজেরা একটি ফান্ড গঠন করে। যার মাধ্যমে হাতিয়ার ৩টি ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী জানান, হাতিয়ায় অনেকগুলো সামাজিক সংগঠন কাজ করছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি কিছু অভূক্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করতে। সামনে পবিত্র রমজান মাস আসতেছে, তখন যেন আমরা অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারি সে লক্ষে কাজ শুরু করেছি।
জিল্লুর রহমান (রাসেল)
হাতিয়া নোয়াখালী
০১৭১৩০৪৮৩৭২