মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় করোনার প্রভাবে লকডাউনে থাকা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ১৪ জন নারী ফুটবলারদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ।
গতকাল বিকেলে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল দলে অন্তর্ভুক্ত বিকেএসপির মোট ১৪ জন খেলোয়ারদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াছিন কবীর,উপজেলা ত্রাণ শখার উপ সহকারী-প্রকৌশলী অমিতাভ সরকার, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজাকির হোসেন কানন, গোয়ালদহ সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি ও সহকারী শিক্ষক মো:শহিদুল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান,গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় । এ বিদ্যালয়ের অনেক মেয়ে বিকেএসপি এবং জাতীয় দলে খেলছে।করোনা ভাইরাসে গ্রামের বাড়িতে লকডাউনে থাকা এসব মেয়েদের দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাগুরার এমপি সাইফুজ্জামান শিখরের নির্দেশে আমার পক্ষ থেকে কিছু উপহার দিয়েছি, যাতে বাড়িতে লক ডাউনে থাকা এসব মেয়েরা পরিবার নিয়ে ভালো থাকতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াছিন কবীর বলেন,গোয়ালদহ স্কুল তথা মাগুরা শ্রীপুরকে জাতীয়ভাবে পরিচিত করণে এ খেলোয়ারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা এই ভয়াবহ সময়ে তাদের পুষ্টি চাহিদা পূরণ করে ভবিষ্যৎ এ খেলার মাঠে ভালোভাবে ফিরতে পারে এজন্য তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে।যতদিন করোনার সমস্যা থাকবে ততদিন এই সহায়তা যাতে অব্যাহত থাকে সে চেষ্টা করবো।