নোয়াখালী চাটখিলে বিশেষ অভিযান পরিচালনা করে খিলপাড়া ইউনিয়ন থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যআসায়ীকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
শুক্রবার চাটখিল খিলপড়ায়ায় অভিযান চালিয়ে নুর হোসেনকে খিলপাড়া ৩ নং ওয়ার্ডে বাবুল ব্রাদার্স এর দোকানের সামনে রাস্তা থেকে তাকে আটক করে। এ সময় তা কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত নুর হোসেন খিলপাড়া ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।
এ বিষয়ে চাটখিল থানা পুলিশ অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মাদকের উপর নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করি এ সময় তার সাথে থাকা লিটন নামে একজন পালিয়ে যায়। আমরা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।