বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী চট্টগ্রাম-১(মীরসরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পিতা মাতার কবর জেয়ারত করেছে ৬ নং ইছাখালী ইউনিয়নের নব নির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগ কার্যকরী কমিটি ।
শুক্রবার (১৬সেপ্টেম্বর) সকালে সদ্য ঘোষিত ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সভাপতি ওয়াসিম আকরাম শাকিল ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাদশার নেতৃত্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীরা কবর জেয়ারতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক এমরান হোসেন আরিফ, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মাহিন, মোহাম্মদ শাকিব সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উত্তরসূরী আগামী দিনের কান্ডারী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।