কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী তিতাস উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার (১ অক্টোবর) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর স্বর্গীয় শচীন্দ্র রায় ও কাতার প্রবাসী হারাধন রায়ের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মের নারী-পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় তিনি বলেন, আমার নির্বাচনী আসন তিতাস-হোমনায় শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি শৃংখলা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করার আহবান জানান এমপি মেরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, প্রচার সম্পাদক জাকির মুন্সি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোসলেম মিয়া, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ সাজ্জাদ সিকদার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি বাবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা গাজী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোবরক সরকার, ইউপি সদস্য মুনসুর আলী, মজিবুর রহমান, অরুন দাস সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।