‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই স্লোগানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২২ পালিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান , বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার দলিল উদ্দিন, বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, এস আই রবিউল ইসলাম ও সাংবাদিক বৃন্দ প্রমূখ। উক্ত আলোচনা সভায় বক্তারা “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা” বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ব্যবসা, উৎপাদন, সম্ভাবনা, বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করেন।অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেন বক্তারা।