আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলায় ঔষুধবাহী কভার্ডভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার সিংপাড়া জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের ছেলে। সে কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে সিংপাড়া জোড়া ব্রীজের কাছে যায় মাদরাসা ছাত্র জিসান। এ সময় সড়কে দ্রুত গতির ওরিয়ন কোম্পানীর ঔষুধবাহী একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক মাদরাসা ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক কভার্ডভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।