ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে মো. আলমগীর নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ অক্টোবর)সকালে রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী ভূতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর (২৩) রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের আকতার আলীর ছেলে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৪নং –লেহেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকালে একই গ্রামের মুকতার হোসেনের বৈদ্যুতিক মিটার রাস্তার পাশে আমগাছের সাথে বাঁধা ছিল। সেই রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় আমগাছের কাছে গেলে আলমগীর বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা আলমগীরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আরও জানায় গতকাল সারাদিন বৃষ্টি হওয়াতে বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে বিদ্যুৎপৃষ্টে হয়ে এমন ঘটনা ঘটেছে হয়তো ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় আলমগীরের লাশ দাফনে অনুমতি দেওয়া হয় ।