1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় চায়না গ্রুপের বিরুদ্ধে মাটি লুটের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

শরণখোলায় চায়না গ্রুপের বিরুদ্ধে মাটি লুটের অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ১৪২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় অবৈধ ভাবে একটি সরকারি খালের মাটি লুটের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না গ্রুপের খনন কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। ১৫ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় কতিপয় লোভী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য গোপনে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না গ্রুপের কাছে ওই খালটির মাটি বিক্রি করেন এবং মোটা অংকের অর্থ লুটপাটের ধান্ধা শুরু করেন। নিয়ম অনুযায়ী সরকারী সম্পদের (খালের) মাটি বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা হবে। কিন্তু ঠিকাদার গ্রুপ আমাকে (প্রশাসনকে) কিছু অবগত না করেই স্থানীয় অনেক কৃষকদের নানা প্রজাজির কৃষি পন্য ধ্বংস করে মাটি উত্তোলন শুরু করেন। তাই অবৈধ ভাবে সরকারি খালের মাটি খননের কারনে ওই ঠিকাদার কোম্পানীর কাজ বন্ধ করা হয়েছে এবং তাদের ব্যবহৃত কয়েকটি গাড়ী আটক করা হয়েছে। ঠিকাদার কর্তৃপক্ষ এ ব্যাপারে সঠিক জবাব না দিলে তাদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, স্থানীয়দের সুত্র জানায়, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সহ তার কয়েকজন সহযোগী এবং ওই এলাকার সমাজ সেবক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাসেল গাজী ও যুবলীগ নেতা রাসেল আকন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্রুপের স্থানীয় কতিপয় অসাধু প্রতিনিধিদের যোগসাজশে স্থানীয় একাধিক কৃষকের ক্ষেত নষ্ট করে খালের মাটি লুটে সহয়তা করেন। অপরদিকে, কৃষকরা তাদের ক্ষেত নষ্টের ক্ষতিপুরণ চাওয়ায় যুবলীগ নেতা রাসেল আকন তাদের কয়েক জনকে লাঞ্চিত করেন এবং মামলার ভয় দেখান বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের। এ বিষয়ে রাসেল আকন ও রাসেল গাজী বলেন, বহু বছরের পুরাতন ওই খালটি মরে যাওয়ায় স্থানীয় জমির মালিকরা তা খননের দাবি করে সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করেন। তার জন্য তিনি চায়নাদের সাথে কথা বলে খালটি খননের ব্যবস্থা করেন এবং আমরা এলাকার স্বার্থে খালটি খননে সহয়তা করছি মাত্র। এছাড়া আমাদের বিরুদ্ধে যেসকল অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা।
তবে, এ বিষয়ে জানতে চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খঁান মহিউদ্দিনের মুঠোফোনে বহুবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে, ঠিকাদার গ্রুপের স্থানীয় প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম জানান, আমাদের কোম্পানী কয়েক বছর যাবৎ অত্র এলাকায় ৩৫/১ পোল্ডারের ভেড়ীবাঁধের কাজ করছেন। কিন্তু অবৈধ ভাবে কারো কোন মাটি উত্তোলনের কলঙ্ক নেই। সংশ্লিষ্ট ইউপি চয়ারম্যানের অনুমতিক্রমে ওই সরকারি খালের মাটি খনন করা হচ্ছে। এখানে অবৈধ কিংবা যোগসাজসের কোন বিষয় নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম