মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদেরমধ্যে উত্তেজনা বিরাজ করছে । রাজানগর ইউনিয়নে একই দিনে একটি গ্রুপ বিক্ষোভ সমাবেশ ও অপর গ্রুপ কর্মী সম্মেলন কর্মসূচি আহ্বান করে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুরে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাড়িতে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন অপরদিকে একই সময়ে রাজানগর বাজারে কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
জানা যায়, থানা বিএনপির আহবায়ক সদস্য জসিম উদ্দিন খান খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন অপরদিকে রাজানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ জে চৌধুরী লিটন বলেন, জসিম উদ্দিন খোকন ও খায়রুল আলম স্বপন বিগত ১৪ বছর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা সরাসরি নৌকার পক্ষে কাজ করেছে। আজ তারা তাদের নেতৃত্বে কর্মী সম্মেলন ডাক দেওয়া হয়।
বিএনপির আহবায়ক সদস্য জসিম উদ্দিন খান খোকন বলেন, তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। আমি আমার রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এছাড়া খায়রুল আলম স্বপনের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আমাদের বিএনপি’র লোকজনের জন্য অনেক কাজ করেছে। বিগত সময়ে তিনি বিএনপির ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাই আমরা চেয়ারম্যানের পক্ষে কাজ করেছে।