চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা বাস টার্মিনালের (প্রস্তাবিত) উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পৌর সদরের উত্তর বাজার বাইপাস সংলগ্ন এলাকায় উক্ত বাস টার্মিনাল উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, শওকত আলী জাহাঙ্গীর, নাজীম উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এড,আবদুস সালাম, জেলা আ.লীগ সদস্য গোলাম রাব্বানী,বাজার কমিটি সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস সামাদ, পৌর সভার সকল কাউন্সিল, নারী কাউন্সিল, পৌর বাজার কমিটির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,যানযট পৌর সদরের একটি নিত্যদিনের দূর্ভোগে পরিনত হয়েছে।সীতাকুণ্ড পৌরসভা ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে পৌরসভার এই টামির্নাল বাস্তবায়ন করায় সদরের যানযট অনেকাংশে লাঘব হবে। সীতাকুণ্ড একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন তাই এটি খুবই গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী। এই টামির্নাল মাধ্যমে সীতাকুণ্ড সদরের যানযট কমিয়ে আসবে বলে বক্তারা আশা করেন।