1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, মা ছেলে আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, মা ছেলে আহত

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ায় একটি দ্বিতল বসত ঘরে সন্ত্রাসীরা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
এসময় তাদের বাঁধা দিতে গিয়ে গৃহীনি সিরাজুল মোত্তাকিন রিয়া ও তার পুত্র আরমান কবির আহত হয়েছে। তাদেরকে রামু হামপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলাকারিরা বাড়ির বেশকটি কক্ষ ভাংচুর করে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে।

গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া ডিসি রোডস্থ মৃত সিরাজদ্দৌল্লার কন্যা সিরাজুল মোত্তাকিন রিয়ার বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

বিষয়টি তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ ও জানানো হলে ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় সিরাজুল মোত্তাকিন রিয়া (৩০) বাদী হয়ে গতকাল ১৫ অক্টোবর রাতে ২ জনকে আসামী করে ঈদগাঁও থানায় লিখিত এজহার দায়ের করেছেন। এতে অভিযুক্তরা হলেন-ঈদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাগিরপাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র জোবায়েদ খাঁন (৩১) ও পশ্চিম ভাদিতলা গ্রামের সোহেল সরওয়ারের পুত্র মিশু (২০)।

থানায় লিখিত এজাহার সুত্রে ও ভাংচুর করা বাড়িটির গৃহীনি সিরাজুল মোত্তাকিন রিয়া জানিয়েছেন-৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আকস্মিকভাবে শুক্রবার রাত ১ টার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুর শুরু করে।

হামলাকারিরা বাড়ির আসবাবপত্র ও এলইডি টিভি ভেঙ্গে ফেলে স্বর্ন, মোবাইল ও নগদ টাকা লুট করে। অস্ত্রের মুখে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে জিম্মি করে ফেলে।

এসময় তারা বাড়ির ২য় তলায় বেশ কটি কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে হামলাকারিরা আলমিরা ও বিভিন্ন আসবাব তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে তাঁর ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান, বাদীনির একখানা লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম