1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না -সৈয়দপুরে চরমোনাই পীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না -সৈয়দপুরে চরমোনাই পীর

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭২ বার

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া যাবে না,ক্যাডার দিয়ে দিনের ভোট রাতে হতে দেওয়া যাবে না, নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ চরম মিথ্যাচার করে আলেম ওলামাসহ সরকারের যৌক্তিক বিরোধিতাকরীদের নির্যাতন হয়রানী করছে, দেশে ঘুম খুন ধষন হত্যা বেড়ে গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, ধর্মীয় শিক্ষা সংকোচনের পাঁয়তারা বন্ধ, মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে করেছেন ইসলামি আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে। (২৪ অক্টোবর) বেলা ১২ টায় শহরের শেরে বাংলা সড়কে তামান্না মোড়ে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দূর্নীতিবাজ সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। এসময় তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য আলহাজ্ব শহিদুল ইসলামকে পরিচিত করে দেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিয়ার আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এম হাছিবুল, ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ,

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান (বিপ্লব)। মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব শহিদুল ইসলাম, মুফতি আবু তালহা কারিমী, মাওলানা শেখ আব্দুস সামাদ, আলহাজ্ব মুহাম্মদ ইয়াসিন আলী প্রমুখ।

সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা ছদর উদ্দিন। উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা ও যুব আন্দোলন নীলফামারী জেলা সভাপতি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলার নেতাকর্মী, সাধারণ জনতাসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেন, দূর্নীতিবাজদের কাছে কখনো সুশাসন আশা করা যায়না। দেশবাসী সকল লুট তরাজ, অপশাসন, খুন গুম দূর্নীতির হিসাব পই পই করে নিবে। এজন্য আগামী নির্বাচনে কোন পাতানো খেলাই মেনে নিবেনা। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। এতে ইসলামী দলের নেতৃত্বেই সরকার গঠিত হবে এবং ইসলামী শাসনব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। জনগণ যেভাবে জেগে উঠেছ তাতে পালানোর আর কোন উপায় নেই স্বৈরাচারীদের।

নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ চরম মিথ্যাচার করে আলেম ওলামাসহ সরকারের যৌক্তিক বিরোধীতাকারীদের নির্যাতন হয়রানী করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম