মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ২০২২-২০২৩ অর্থ-বছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্ধকৃত ৩ লক্ষ টাকায় প্রতি কেজি ২০০ টাকা হারে ১৫’শ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কুমার নদে ২১৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্তকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) শ্যামানন্দ কুন্ডু ।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা মৎস্য জরিপ কর্মকর্তা সঞ্চিতা রানী কুন্ডু, শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ লিয়াকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আরাধন কুমার বাছাড়, সহকারি প্রোগ্রামার আইসিটি আহমেদ মাহফুজসহ আরো অনেকে।