ব্যবসার প্রলোবন দেখিয়েছে মোসা: জেসমিন আক্তার ও ইসরাফিল দম্পতি কালাম হোসেনের বহু কষ্টার্জিত ৬৯ হাজার টাকা নেয় প্রতি মাসে ৮ হাজার টাকা দিবে বলে।
টাকা তো দূরের কথা টাকা চাইতে গেলে উলটো প্রাণনাশের হুমকি দিচ্ছে এই প্রতারক দম্পতি।
গত বছরের জানুয়ারি মাসে দেড়শ টাকার স্টাম্পে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে জেসমিন – ইসরাফিল এই টা গ্রহণ করে।
টাকা নেয়ার আগে সুন্দর সুন্দর কথা বললেও, প্রতি মাসের লভ্যাংশের ৮ হাজার টাকা চাইতে গেলে তাদের আসল প্রতারণার চেহারা প্রকাশ পায়।
প্রতারক মোসা: জেসমিন আক্তারের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হারাখাল গ্রামে। তার স্বামী ইসরাফিলের বাড়ি পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার গ্রাম সাতবাড়িয়া, পোস্ট বিড়য়া, নোয়াখালী।
স্বামী -স্ত্রীর সাথে এলাকার সোহাগের যোগসাজশে এই ধরণের প্রতারণার ঘটনাটি ঘটিয়ে যাচ্ছে।
কামাল হোসেন ছাড়াও আরো বহু মানুষ তাদের প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে পথো পথে ঘুরছেন।
উক্ত সোহাগের সাথে জেসমিনের পরক্রিযার সম্পর্ক আছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।