নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোঃ মেজবাহ উদ্দিন রাব্বি (২৮) নামের অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামিরা হলেন উপজেলার কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে মোঃ রাসেল (৩০) ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোঘবাগ এলাকার হাসান আলী মিস্ত্রি বাড়ির মোঃ আব্দুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় সোমবার সকালে নিহতের মা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। কবিরহাট থানায় যাহার মামলা নং – ৫। রবিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে রবিবার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো বলেন, পুলিশ এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এজাহার নামীয় পলাতক অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।