লাভলু শেখ, লালমনিরহাট।। আজ বিকেল সাড়ে ৫ টায় ইসলামী অান্দোলন লালমনিরহাট জেলা শাখার উদ্দোগে সাপ্টীবাড়ী বাজার জামে মসজিদ চত্ত্বরে ৭০ টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল, অালু,মিষ্টি কুমড়া, লবন ও শসা বিতরন করা হয়েছে। এান বিতরন করেন ইসলামী অান্দোলনের জেলা সেক্তেটারী মোঃ শফিউল্লাহ মাহমুদী,, এসময় উপস্হিত ছিলেন ইসলামী শ্রমিক অান্দোলনের জেলা সেক্তাটারী মোঃমাহবুবুর রহমান,ইসলামী যুব অান্দোলনের জেলা সেক্তাটারী মাওঃ ছাইফুল্লাহ প্রমুখ। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে এসব এান বিতরন করা হয়েছে। বিতরনের অাগে ইসলামী অান্দোলনের জেলা সেক্তাটারী মোঃশফিউল্লাহ মাহমুদী বলেছেন,, সরকার যথেষ্ট এান দিলেও ঠিকমত এান বিতরন করছেন না, স্হানীয় কতিপয় নেতারা। এান বিতরনের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ার জন্য সরকারের প্রতি অাহব্বান জানান।