নিয়মিত কর দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ায় এবার নীলফামারী জেলার সেরা করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন সৈয়দপুরের প্রবীণ ব্যবসায়ী হাজী শেখ মোহা. জাবেদ আলী। তিনি মের্সাসহ শেখ ব্রার্দাসের স্বত্বাধিকারী।
বুধবার (২৮ ডিসেম্বর) রংপুরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবেরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর-অঞ্চল রংপুরের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ভ্যাট কমিশনারেট এর কশিনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।