মীরসরাইয়ে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়ন তালবাড়িয়া গ্রামে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদিপ রঞ্জন চক্রবর্তী, সংরক্ষিত আসনে মহিলা সদস্য রওশন আরা রত্না, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন মহিলা ইউপি সদস্য শারমিন সাথী সহ প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন উন্নয়ন ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহবান জানান।