চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ জানুয়ারী দোহাজারী চত্বরে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তুর্য্য বড়ুয়ার সভাপতিত্বে ও নাইমুল ইসলাম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা সাইদুল কবির চৌধুরী সায়েম, ফরমান, দেলোয়ার, ইউপি সদস্য মমতাজ বেগম লিলি। আলোচনায় অংশ নেন ছাত্রলীগ নেতা যথাক্রমে নাহিয়ান হোজাইফ রনি, ইলিয়াস বিন সাঈদ, আবির দাশ রুবেল প্রমুখ।