এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-টঙ্গীতে বিভিন্ন পোশাক কারখানায় চলছে শ্রমিকদের আন্দোলন। টঙ্গীর বিসিক এলাকায় তাজ ওয়াশিং ও মদিনা ওয়াশিং শ্রমিকরা রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করছে। খোঁজ নিয়ে জানা যায় মদিনা ওয়াশিং এবং তাজ ওয়াশিংয়ের শ্রমিকরা তিন থেকে চার মাসের বকেয়া বেতন মালিকের কাছে পাবে। এছাড়া আটলান্টিক জিপার চার মাসের বকেয়া বেতনের জন্য শ্রমিকরা মাঠে আন্দোলন করছে। শ্রমিকরা দিশেহারা হয়ে থানায় আসতে বাধ্য হয় কিন্তু প্রশাসনের একটি কথা আপনারা আপনাদের কাজ করুন আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এদিকে পেট্রিয়ট কারখানা আন্দোলন খবর পাওয়া গেছে। পেট্রিয়ট ইকো অ্যাপারেল কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের বিনা নোটিশে মোবাইলের মেসেজের মাধ্যমে চাকরি ছাটাই এর নোটিশ পাঠায়। এতে শ্রমিকরা ক্ষুব্দ হয়ে রাস্তায় আন্দোলন করেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ বিষয়ে কারখানার মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মোবাইল ফোন বন্ধ করে রাখে।