মোবাইল ফোন কেড়ে নেয়ার মা’র সাথে অভিমান করে রশিতে ঝুলে রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়ায় ঘটে এ ঘটনা।
রাকিবুল ইসলাম বর্নিত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের
আকতার আহমদের ছেলে ও কিশলয় স্কুলের ছাত্র বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার বলেন, ঘটনার দিনগত রাতে রাকিব তার মা’র সাথে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তর্কাতর্কি করে। এর জের ধরে অভিমান করে রশিতে ঝুলে মারা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্কুলে পড়ুয়া ছাত্র ফাঁসিতে ঝুলে মারা গেছে শোনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।