চট্টগ্রামের বাঁশখালীতে কোম্পানির টাকা তুলে বাসায় ফেরার পথে মু. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা ব্রিজে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুদু মিয়া রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলী এর ছেলে। তিনি তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস অফিসার (ফিল্ড) পদে বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার চিৎকারে লোকজন ছুঁটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় দুদু মিয়াকে পথচারীরা রাত ৯ টার সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
টি.কে গ্রুপের বাঁশখালী এরিয়ায় সেলস অফিসার রুবেল চৌধুরী নামে একজন জানান, আমাদের অন্যান্য কোম্পানীর সকল প্রতিনিধিদল এবং বাঁশখালী ব্যবসায়ীর পক্ষ থেকে আজ বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বাঁশখালী উপজেলা গেইটের সামনে দুদু মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।