L”সাবাশ শক্তির ঝর্ণা” এই থিমে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ৩২ তম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জাম্বুরী ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী।
এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন রোভার রাশেদুল আমীন এবং রোভার সুবাহ ইয়াসমিন বন্যা। দুইদিনব্যাপী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে রাশেদুল আমীন বলেন, রোভার স্কাউট জীবনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। এখানে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করব স্কাউটদের সেবা দিতে। আশা করছি স্কাউটদের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারাবো।
সুবাহ ইয়াসমিন বন্যা বলেন, কুমিল্লা জেলা রোভার থেকে আমাদের এই সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে,এর জন্য আমার খুব ভালো লাগছে, পরিচিত মুখ গুলোর সাথে দেখা হয়ে আমি উচ্ছসিত। আশা করছি নতুন অভিজ্ঞতা অর্জন করবো।
প্রসঙ্গত, এই জাম্বুরীতে ৮ হাজার স্কাউট সদস্য, ১ হাজার ইউনিট লিডার সহ মোট ১১ হাজার সদস্য অংশগ্রহণ করতে যাচ্ছেন। এছাড়াও জাম্বুরীতে ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন। জাম্বুরীতে বিদেশি স্কাউটরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো দেখার পাশাপাশি এই দেশকে জানার সুযোগ লাভ করবেন।