চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার পাঠানীপুল সংলগ্ন এলাকায় মোটর বাইক দূর্ঘটনায় এক
ইউপি সদস্য ইসমাইল হোসেন নিহত হয়। গত ২২ জানুয়ারি বেলা ১১
টার দিকে পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নং
ওয়ার্ড মেম্বার ইসমাইল হোসেন বাবু (৫২) তার বন্ধু সাবেক মেম্বার
জসিম উদ্দিনকে নিয়ে মোটর বাইক যোগে চন্দনাইশ যাচ্ছিল।
যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পাঠানীপুল এলাকায় পিছন
থেকে দ্রুতগামী পিকআপের ধাক্কা লেগে বাইকসহ ইসমাইল হোসেন ও
তার বন্ধু জসিম উদ্দিন সড়ক থেকে মোটর বাইকসহ ছিটকে পড়ে যায়।
তাদেরকে আহত অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর
চমেক হাসাপতালে প্রেরণ করেন। ইসমাইলের পরিবারের সদস্যরা তাকে নগরীর
পার্কভিউ হাসপাতালে ভর্তি করলে সেখানে অতিরিক্ত রক্তকরণের ফলে গতকাল
২২ জানুয়ারি বিকালে মৃত্যুবরণ করেন ইসমাইল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩
ছেলে, ১ মেয়ে রেখে যান। সে উত্তর কালিয়াইশের আহমদুর রহমানের ছেলে
বলে জানা যায়। আজ ২৪ জানুয়ারি বেলা ১১ টায় নামাজে জানাযা শেষে
তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়
সাবেক মেম্বার আবদুস শুক্কুর।